image
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক এবং একই ইউনিয়নের ধামাউড়া গ্রামের যুবদল সদস্যসচিব আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে আব্দুল আজিজ ও আব্দুল খালেকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরপর থেকে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।

শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, অর্থনৈতিক লেনদেন ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি