সরিষাবাড়ীতে নিখোঁজ শান্তনা রাণীর খোঁজ মেলেনি ১৬ দিনেও

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারের সন্নিকটে চাপারকোনা ভাটি পাড়ার শান্তনা রাণী দাস (৪০) নামে এক গৃহিণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, চাপারকোনা ভাটি পাড়া গ্রামের লিটন চন্দ্র দাসের স্ত্রী শান্তনা রাণী দাস বিগত ২৭-১২-২৫ইং তারিখ ভোর ৪ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহির হয়। এর পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তনা রাণীর স্বামী লিটন চন্দ্র দাস কান্না জড়িত কণ্ঠে জানান, দীর্ঘ ২১ বৎসর পূর্বে আমি শেরপুর জেলার বগুড়া গ্রামের মুচি স্বপন চন্দ্র দাস এর কন্যার সঙ্গে ধর্মীয় বিধান মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বলেন, তার পরিবারে এক মেয়ে ও দুই ছেলে জন্মগ্রহণ করে। তাদের সংসার ভালো ভাবে চলে আসছিল। কিন্তু হঠাৎ করে বিগত ২৭-১২-২৫ইং তারিখ ভোর ৪টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, এ বিষয়ে সরিষাবাড়ী থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।

এদিকে ১৬ দিন পার হলেও মিলছে না তার খোঁজ। এ নিয়ে স্বামী-সন্তানদের কান্নায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি