image
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় -সংবাদ

উল্লাপাড়ার সরকারি বিদ্যালয়ে সনদ নিতে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এ অর্থ নেয়া হচ্ছে বলে একাধিক অভিভাবক অভিযোগ করেছেন।

অভিযোগের কেন্দ্রবিন্দু উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে সনদ প্রদানের বিনিময়ে শিক্ষার্থীপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি বছর ওই বিদ্যালয় থেকে ১৬৮ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের কাছ থেকে এ অর্থ নেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, তাদের সন্তানদের স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য সনদ নিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করে টাকা না দিলে সনদ দেয়া হয় না এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তারা। সরকারি বিদ্যালয়ে পড়ালেখা করেও এখন সনদ নিতে টাকা দিতে হচ্ছে। এটি আমাদের জন্য হতাশাজনক ও অগ্রহণযোগ্য অথচ সরকারি নীতিমালা অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি, সনদ বা অন্য কোনো সেবার জন্য অর্থ আদায়ের সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ ফি-মুক্ত রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক অভিযোগ স্বীকার করে বলেন, সনদ প্রস্ততের জন্য কাগজপত্র ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হয়েছে সে কারণেই কিছু টাকা নেয়া হয়েছে কাউকে জোর করা হয়নি, অভিভাবকেরা স্বেচ্ছায় দিয়েছেন, তবে অভিভাবকদের দাবি, অর্থ দেওয়া স্বেচ্ছামূলক ছিল না বরং সনদ পাওয়ার বাধ্যবাধকতা থেকেই টাকা দিতে হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে কোনো ধরনের অর্থ নেয়ার বিধান নেই বিষয়টি অভিভাবকদের মাধ্যমে জানতে পেরেছি প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অভিভাবকদের বাধ্য করেই টাকা আদায় করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি