আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাটুরিয়া থানা-পুলিশের বিশেষ অভিযানের আওতায় মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম।
গত শনিবার বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার, জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, ও সংবেদনশীল পয়েন্টগুলোতে থানা-পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনে তল্লাশি করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
সাটুরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা, অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়- সে লক্ষ্যে পুলিশের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় বিভিন্ন গুজব ও অপরাধমূলক তৎপরতার আশঙ্কা থাকে। সেই লক্ষ্যে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তারা।
সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষ যাতে নির্বিঘে্ন ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারেন সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।