মানিকগঞ্জের ঘিওর উপজেলা ঘিওর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণ সভা গত শুক্রবার সন্ধ্যায় নাট মন্দিরের সভাপতি বাবু রাম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের বিএনপি মনোনিত প্রার্থী এসএ জিন্নাহ কবির। এ সময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহসভাপতি মো. মাকসুদুর রহমান মাসুদ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক প্রমুখ।
অ্যাড. আবু কাউছার রেজা, সহসভাপতি অ্যাড. আব্দুল আলীম খান মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম, মো. ফিরোজ আলম বাবু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফজর আলী, ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ্র প্রমুখ।