image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের বর্ণিল আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটা ও বীরমুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবার, সাংবাদিক, বইপ্রেমীসহ ১৫ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক সংবর্ধিত গুণীজনদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন।

বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার ম-ল, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সদস্য তারিক হোসেন, আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জুলাই শহীদ জুবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া, শহীদ রাকিবের শ্বশুর সাহাব উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, হারুন পাঠাগারে পরিচালক মো. হারুন মিয়া প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি