নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে অনুষ্ঠিত হলো চান্দিনাবাসীর বহুল প্রতীক্ষিত মিলনমেলা। গতকাল শনিবার দেড় হাজারের বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই মিলনমেলা পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে।
সকাল থেকেই পার্কজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, তরুণ-তরুণী ও প্রবীণদের উপস্থিতিতে মিলনমেলায় সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ মিলনক্ষেত্র। দীর্ঘদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও র্যাফেল ড্র। শিশুদের জন্য আলাদা আনন্দ আয়োজনও রাখা হয়। অংশগ্রহণকারীরা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে।
চান্দিনাবাসীরা যেখানে থাকুক না কেন, আমাদের শিকড় এক। এই মিলনমেলা সেই বন্ধনকে আরও দৃঢ় করতেই আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, এত মানুষের সঙ্গে একসঙ্গে সময় কাটানো সত্যিই দারুণ অভিজ্ঞতা। মনে হচ্ছে আমরা সবাই আবার এক পরিবার হয়ে গেছি। মিলনমেলা ঘিরে পুরো গোল্ডেন স্টার পার্কে ছিল উৎসবের আমেজ। ছবি তোলা, আড্ডা, হাসি আর স্মৃতিচারণে সময় কেটেছে দ্রুতই। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
চান্দিনাবাসীদের এই মিলনমেলা শুধু একটি আয়োজন নয়, বরং এটি হয়ে উঠেছে ভ্রাতৃত্ব, বন্ধন আর ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। মিলনমেলায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোশারফ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা সাকেরউল্লাহ, আমরা চান্দিনাবাসী মিলনমেলার সদস্য সচিব কেএম জাহাঙ্গীর আলম, প্রধান সমন্বয়ক সোহেল রহমান, এইচএম কামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. মজিবুর রহমান প্রমুখ।
ঢাকার চান্দিনা জনকল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার একেএম মজিবুর রহমান ভূঞা, ঢাকার চান্দিনা ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, ঢাকার চান্দিনা জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএমএ অদুদ মাহমুদি, আমরা চান্দিনাবাসী মিলন মেলার ঢাকার চান্দিনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নুরুল আমিন, ঢাকার চান্দিনা যুব কল্যাণ সমিতির সভাপতি ডা. এএইচএম জাকির হোসেন সিকদার, ঢাকাস্থ চান্দিনা যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, অধ্যাপক আবুল বাশার, মো. রমজান আলী মাস্টার, মো. হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, মো. বশিরুল্লাহ, মো. নুরুল ইসলাম, মো. কবির হোসেন, ডা. তোফায়েল হোসাইন, কেএম জামাল প্রমুখ।
অনুষ্ঠানে আমরা চান্দিনাবাসীর বার্ষিক স্মরণিকা ‘চান্দিনা দর্পণ’ নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন আয়োজক কমিটির নেতরা। বিকেলে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।