দৈনিক সংবাদের প্রতিবেদনে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনের চিত্র প্রকাশের পরই নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলার তিস্তাপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথরবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ সহযোগিতা করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে একটি শক্তিশালী সিন্ডিকেট বেপরোয়াভাবে পাথর লুট চালিয়ে আসছিল। দৈনিক সংবাদের প্রতিবেদন প্রকাশের পরপরই অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও সিন্ডিকেট পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা কাটেনি।
এলাকাবাসী জানান, একাধিকবার অভিযান চালানো হলেও কয়েকদিন পর আবারও অবৈধ পাথর উত্তোলন শুরু হয়। এর ফলে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়ে তিস্তার ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতি বছর নতুন নতুন এলাকা নদীতে বিলীন হচ্ছে, সর্বস্বান্ত হচ্ছে শত শত পরিবার।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কাউকে কোনো প্রকারের ছাড় দেয়া হবে না।