image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গজারিয়ায় বন্ধুর হাতেই খুন হন অটোচালক শাহজালাল

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহজালালের (৩৭) হত্যাকারী তারই ঘনিষ্ঠ বন্ধু অন্য অটোরিকশাচালক ইব্রাহিম ওরফে সাগরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের ৩৫ দিনের ব্যবধানে গত শুক্রবার হত্যার রহস্য উন্মোচিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বলাকী গ্রামের শুক্কুর আলীর ছেলে।

গজারিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক শাহজালালকে কোমল পানীয়ের সঙ্গে একাধিক ঘুমের বড়ি খাইয়ে হত্যার পর হাত-পা বেঁধে মধ্য বাউশিয়া এলাকা সংলগ্ন কাজলা খালে লাশ ফেলে দেয় তার বন্ধু ইব্রাহিম।

হত্যার ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম ওরুফে সাগর ও ফাহিম নামের দুজনকে গ্রেপ্তার এবং তাদের দেয়া তথ্য মতে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

গজারিয়া থানা সূত্র জানায়, ইব্রাহিম ওরুফে সাগর আদালতে গতকাল শনিবার হত্যার দায় স্বীকার করেছে, আরও বিস্তারিত জানতে পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করেছে।

শাহজালাল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, গজারিয়া থানার এসআই রুবেল শিকদার জানান, ভিকটিমের অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃত আসামি ইব্রাহিম ওরুফে সাগর পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিম শাহজালালকে কোমল পানীয়ের (স্পিড) সঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ালে ভিকটিম চিল্লাচিল্লি করে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে।

পরবর্তী সময়ে অটোরিকশায় থাকা দড়ি দিয়ে তার হাত, পা বেঁধে সুবিধামতো সময়ে নির্জন এলাকায় কাজলা খালে ফেলে দেয়, পরে অটোরিকশাটি নিজে চালিয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া বাসস্ট্যান্ডে নিয়ে আসামি তার বন্ধু ফাহিম (২৪) নামে একজনের কাছে বিক্রি করে দেয়। ফাহিমের এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালি থানার দাউদেরখাড়া সাকিনে তার নিজ বাড়ি থেকে অটোরিকশাটি জব্দ করা হয়।

উল্লেখ্য, গজারিয়া থানা এলাকার বক্তারকান্দীর বাসিন্দা অটোচালক শাহজালালল গত ৫ ডিসেম্বর অটো নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় নিখোঁজ হন, পরদিন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে কালো টি-শার্ট পরিহিত উলঙ্গ ও হাত-পা বাঁধা শাহজালালের লাশ থানা এলাকার মধ্য বাউশিয়ার কাজলা খাল থেকে উদ্ধার করে পুলিশ।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি