image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মহেশপুরে বিজিবির মানবিকতা ও মাদকবিরোধী অভিযান প্রশংসিত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মানবিক সহায়তার পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার বিকেলে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত, গরিব ও দুস্থ ১২৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন। এতে শীতের কষ্টে থাকা অসহায় মানুষজন উপকৃত হন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে একই সময়ে সফল অভিযান পরিচালনা করে বিজিবি। গত ৯ জানুয়ারি রাতে বেনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ১০ জানুয়ারি ভোরে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। স্থানীয়দের মতে, বিজিবির এসব কার্যক্রম একদিকে যেমন শীতার্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি