গতকাল শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাস-পিকআপ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদ্মাসেতু উত্তর থানার পাশে খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খিলগাঁও এলাকার হালিম বেপারীর ছেলে শরিফ বেপারী (৪০) একই এলাকার শরিফ ব্যাপারী ছেলে রাইস (৮), স্ত্রী সাদিয়া (২৮) এবং কন্যা স্নেহা (১৫), দেলোয়ার হোসেনের স্ত্রী আখি (৪০), আযহারের ছেলে হারুন (৫৫), হযরত আলীর স্ত্রী রহিমা (৬৫) এবং ছেলের রাফি (২৪), রাফির ছেলে সাজিদ (৩) এবং শ্রীনগর উপজেলার হোগলা গাঁও গ্রামের কাজলের ছেলে নিলয় (২২)।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি বাসকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে বাড়ি খায়। এতে পিকআপটি উল্টে গেছে। এ ঘটনায় বাস ও পিকআপের ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।