image

সীমান্ত সংঘর্ষের গুলিতে আহত বাংলাদেশি শিশু চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন

সংবাদ অনলাইন রিপোর্ট

কক্সবাজার সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছাব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশুটি লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান এবং স্থানীয় হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ঘটনার পর প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর খবর ছড়ালেও পরে তা সঠিক নয় বলে জানানো হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হলেও মারা যাননি এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স শিশুটিকে হাসপাতালে পৌঁছায়। বিকাল পৌনে ৫টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির কারণে বাংলাদেশি সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি