image
ছবিঃ সংগৃহীত

বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না দেয়ায় অভিমানে মহনা (১১) নামের এক কিশোরী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রোববার, (১১ জানুয়ারী ২০২৬) সকাল ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিনের মেয়ে। সে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করত।

নিহতের বাবা মহিউদ্দিন জানান, সকালে মহনা তার কাছে মোবাইল ফোন চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় মেয়েটি অভিমানে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ফাঁসিতে ঝুলে আছে। দ্রুত দরজা ভেঙে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাত্র ১১ বছর বয়সী কিশোরীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পেলে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি