চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর স্টেশনে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দোহা ফুডের সামনে দুর্ঘটনাটি ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।

মরদেহ উদ্ধারের প্রায় ১৪ ঘণ্টা পর রোববার, (১১ জানুয়ারী ২০২৬) বিকেলে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি শিবু শীল (৫০), চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার দৌলতপুর এলাকার সোনারাম শীলের ছেলে।

মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে এবং ঘাতক গাড়ি শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি