image
আলীকদমে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অবৈধ কাঠ -সংবাদ

আলীকদমে সেনা অভিযানে উদ্ধার ৪৫০ ঘনফুট অবৈধ কাঠ

প্রতিনিধি, বান্দরবান

দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন কানাইঘাট আর্মি ক্যাম্পের একটি চৌকস ও সুসংগঠিত টহল দল চৈক্ষ্যং ইউনিয়নের ঠাকুরঝিরি এলাকাতে অবৈধ কাঠ পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে লেফটেন্যান্ট মোহাম্মদ যুবতাসিম ফুয়াদ অর্নব-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অংশ নেয়। দুর্গম এলাকায় সেনাসদস্যরা অত্যন্ত পেশাদারত্ব ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পাচারের উদ্দেশে মজুদ করা আনুমানিক ৪৫০ (চারশত পঞ্চাশ) ঘনফুট সেগুন ও গামারি কাঠ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা ব্যবহার করে এসব মূল্যবান কাঠ পাচারের অপচেষ্টা চালিয়ে আসছিল।

উদ্ধারকৃত সেগুন ও গামারি কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আলীকদম উপজেলা সদরস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ কাঠ পাচার, পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক অপরাধ এবং রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতা দমনে সেনাবাহিনী সর্বদা আপসহীন অবস্থানে রয়েছে।

এলাকার শান্তি, স্থিতিশীলতা ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যকর ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি