image
ছবিঃ সংগৃহীত

দুই মাসের ব্যবধানে আবার ডেলটা হাসপাতালে প্রসূতি নারীর মৃত্যু

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুই মাসের ব্যবধানে আবারও ডেলটা জেনারেল হাসপাতালে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিপা ঘোষ (২১)। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত বছরের ৩ নভেম্বর ওই ডেলটা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু ঘটে। সেই ঘটনায়ও নবজাতকের বাবা লিখিত অভিযোগ করেছিলেন। আবার দুই মাসের ব্যবধানে একই হাসপাতালে আবারও প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবার মান নিয়ে নতুনভাবে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।

নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী। নিহতের স্বামী জানান, রোববার, (১১ জানুয়ারী ২০২৬) সকাল ৮টার দিকে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন গাইনি সার্জন ডা. সঞ্চিতা দস্তিদার। অ্যানেস্থেসিয়া প্রদান করেন মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর শারীরিক জটিলতা দেখা দেয়। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে সদর হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক জানান।

ঘটনার পর থেকে দুই চিকিৎসক ডা. সঞ্চিতা দস্তিদার ও ডা. আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ডেলটা জেনারেল হাসপাতালে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি