লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সমবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
১২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। বিশেষ করে সম্প্রতি জামায়াত–বিএনপির সংঘর্ষে আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।
পরিদর্শন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। বর্তমানের ৫০ শয্যার এই হাসপাতালটিকে খুব শীঘ্রই ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
“লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা ইনশাআল্লাহ ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেব। এখানে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যাতে মানসম্মত চিকিৎসা পায়, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করব।
পরিদর্শনকালে হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অর্থ-বাণিজ্য: সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ
অর্থ-বাণিজ্য: ডিএসই’র সূচক থেকে বাদ ১৬ শেয়ার, যুক্ত হচ্ছে ৯টি
অর্থ-বাণিজ্য: সব ব্যাংকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর নির্দেশ
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে লেনদেন নামলো ৩০০ কোটির ঘরে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব