ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে ১৭ জন কোটিপতি। তাদের ছয়জন বিএনপির। ইসলামপন্থী দলগুলোরও কোটিপতি প্রার্থী আছে। সবচেয়ে ধনী প্রার্থী সদ্য বহিষ্কৃতি বিএনপি নেতা শাহ আলম, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।। আর সবচেয়ে কম সম্পদ গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিনের। তবে গণঅধিকারেরও একজন কোটিপতি প্রার্থী আছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
হফলনামা অনুযায়ী, সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে। আর তুলনামূলকভাবে কম কোটিপতি প্রার্থী রয়েছে নারায়ণগঞ্জ-১ ও ৫ আসনে।
আসনভিত্তিক কোটিপতি প্রার্থীদের তালিকা বিশ্লেষণে করে দেখা যায়,
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে কোটিপতি প্রার্থী একজন। তিনি বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার ঘোষিত সম্পদের পরিমাণ ১০ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে তিনজন কোটিপতি প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য, তবে এবার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের সম্পদের পরিমাণ ৯ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২৭৯ টাকা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা। আর ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদের সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে কোটিপতি প্রার্থীর সংখ্যায় সবচেয়ে বেশি ছয়জন। তাদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের সম্পদের পরিমাণ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৫৩৬ টাকা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সীর সম্পদের পরিমাণ ৮ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৬৩২ টাকা। ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহর ঘোষিত সম্পদ ২ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৭৬০ টাকা। গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কীর সম্পদের পরিমাণ ৩ কোটি ১০ লাখ ১০ হাজার ৭১৫ টাকা।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে কোটিপতি প্রার্থী পাঁচজন। বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীর সম্পদের পরিমাণ ২ কোটি ৫ লাখ ৭ হাজার ৬১৯ টাকা। রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলীর সম্পদের পরিমাণ ৫ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ১১৭ টাকা। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৭০১ টাকা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১০০ টাকা এবং একই দলের ইলিয়াস হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ১০৫ টাকা।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে দুই কোটিপতি প্রার্থীর মধ্যে বিএনপির আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৮০৮ টাকা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদেদ্দীর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৯৮০ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব