image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাপাহারে ভারতীয় ট্যাপেন্টাডলসহ চোরাকারবারি আটক

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৬টার দিকে সাপাহার থানার হাঁপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী ‘কৃষ্ণ সদা’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ হাজার ৮শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন, একটি ভারতীয় সিমকার্ড ও একটি ব্যাগ জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. হোসেন আলী (২৮)। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং পিতা মো. লুৎফর রহমান।

বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি