image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পালাশন গ্রামে গভীর রাতে সেচ পাম্পের (মোটর) দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলাম অপুর সেচ পাম্প থেকে ট্রান্সফরমার দুটি চুরি হয়।

রফিকুল ইসলাম অপু জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গত শনিবার রাতে তিনি সেচপাম্প বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল রোববার সকালে পাম্পের ঘরে গিয়ে দেখতে পান বৈদ্যুতিকপোলে থাকা ট্রান্সফরমার দুটি নেই। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র সুকৌশলে ট্রান্সফরমার দুটি পোল থেকে নেমে এনে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য সরঞ্জাম বের করে নিয়ে গেছে। হঠাৎ এই চুরির ফলে ওই এলাকার কৃষিজমিতে সেচ কাজ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ইদানীং চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়।

, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো এলাকার সেচ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি