নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী এলাকায় কৃষিজমির টপ লেয়ার কর্তন করে ইটভাটায় সরবরাহের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করা হয়। গতকাল রবিবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন খবর পায় যে উপজেলার মানিকদী দড়িপাড়া উত্তর পূর্বপাশের কৃষিজমির মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। পরে ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা ভেকু, ট্রলি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি।
এ সময় নিকটবর্তী এএমএল ইটভাটায় গিয়ে দেখেন সেখানে কৃষিজমির মাটি স্তূপ করে রাখা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫ (১) ধারায় অপরাধ আমলে নিয়ে ১৫ ধারায় মোবাইল কোর্টে ওই ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভাটা মালিক ভবিষ্যতে কৃষিজমির মাটি সংরক্ষণ করবেন না মর্মে মুচলেকা দেয়। এ বিষয়ে এসি ল্যান্ড মু. আব্দুর রহিম জানান, কৃষিজমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন