ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে গেছে এক তরুণের স্বপ্ন। গতকাল রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার নাটিমা রোডে আইস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন কলেজছাত্র আজাদুর রহমান আজাদ (২০)। তিনি মহেশপুর পৌরসভার মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেধাবী ও ভদ্র স্বভাবের আজাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া যা আবারও মনে করিয়ে দেয়, সড়কে সামান্য অসতর্কতাই কীভাবে চিরতরে নিভিয়ে দিতে পারে তরুণ জীবনের আলো।
বিজ্ঞান ও প্রযুক্তি: বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন