image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত নাইক্ষ্যংছড়ির মানুষ

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দক্ষিণের (টেকনাফ) পয়েন্টে দুই বিদ্রোহী গ্রুপের তোতারদ্বীপ নামের ছোট্ট একটি দ্বীপ দখলবাজি নিয়ে ৪ দিন ধরে সংঘর্ষের পর হতাহতের রেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৫০ কিলো এলাকায় বিস্ফোরণের শব্দ শুনা যাচ্ছে রাতভর। এতে সীমান্তবাসী আতঙ্কে রয়েছে। গতকাল রোববার ভোর থেকে ১২ জানুয়ারি সকাল পর্যন্ত সীমান্তের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত এলাকায় এ আওয়াজ ভেসে আসে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালা পয়েন্টের চেরারমাঠ তথা ৪২ ও ৪৩ নম্বর পিলারের বিপরীত থেকে আসা আওয়াজ শুনেন এলাকার সাবেক ইউপি মেম্বার ফরিদুল আলম।

অন্যদিকে রাশেদুল ইসলাম নামের এক সীমান্তবাসী বলেন, সীমান্তের ৫৪ নম্বর পিলার এলাকায় ব্যাপক গোলাগুলোর আওয়াজ হয়েছে এমনটাই তিনি জেনেছেন।

নিকুছড়ি সীমান্তের বসবাসকারী।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি