হবিগঞ্জের চুনারুঘাটে এলপিজি গ্যাস চরম সংকট দেখা দিয়েছে। এ উপজেলায় প্রায় ২৪ দিন ধওে তীব্র এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট চলছে। হাটবাজার ও খুচরা দোকানগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না বললেই চলে। কোথাও সীমিত পরিমাণে মিললেও তা বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। হঠাৎ এই সংকটে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। অনেকেই বাধ্য হয়ে কাঠ ও বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। ভুক্তভোগীরা জানান, গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। এদিকে সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অর্থ-বাণিজ্য: সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ
অর্থ-বাণিজ্য: ডিএসই’র সূচক থেকে বাদ ১৬ শেয়ার, যুক্ত হচ্ছে ৯টি
অর্থ-বাণিজ্য: সব ব্যাংকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর নির্দেশ
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে লেনদেন নামলো ৩০০ কোটির ঘরে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন