তিন দিনের ব্যবধানে বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরো একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। গতকাল রোববার দুপুরে জোংড়া টহল ফাঁড়ির কালীর খাল-সংলগ্ন বনের মধ্যে ফাঁদে আটক হরিণসহ তিনটি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি পূর্ব-সুন্দরবনের মৃগামারী বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেন বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে হেটে টহলের সময় সুন্দরবনের কালীর খাল-সংলগ্ন বনের মধ্যে শিকারিদের পেতে রাখা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি করে তিনটি মালা ফাঁদ উদ্ধার করেন। শিকারির পাতা ফাঁদে আটক হরিণটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। এ সময়ে শিকারিদের বানানো একটি টংঘর ভেঙে দিয়েছেন বনরক্ষীরা। এর আগে গত ৮ জানুয়ারি মৃগামারী বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেন বনরক্ষীরা।
অর্থ-বাণিজ্য: সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ
অর্থ-বাণিজ্য: ডিএসই’র সূচক থেকে বাদ ১৬ শেয়ার, যুক্ত হচ্ছে ৯টি
অর্থ-বাণিজ্য: সব ব্যাংকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর নির্দেশ
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে লেনদেন নামলো ৩০০ কোটির ঘরে
বিজ্ঞান ও প্রযুক্তি: খিলগাঁওয়ে সাজগোজ এর নতুন আউটলেট উদ্বোধন