image
সিরাজগঞ্জ : কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সারা বছর চারা রোপণ -সংবাদ

সিরাজগঞ্জে কৃষির উৎপাদন বৃদ্ধিতে আব্দুল বারি শিশুদের মাঝে বিতরণ করছেন গাছের চারা

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সারা বছরজুড়ে উচ্চ ফলনশীল নানা ফসল চাষের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার প্রত্যন্ত তাড়াশ উপজেলার বস্তুল গ্রামের আব্দুল বারি। সাধারণ শিক্ষায় শিক্ষিত না হয়েও তিনি মানুষের বাড়তি খাদ্য উৎপাদনের জন্য নিজস্ব ২ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন মা বাবার দোয়া সবজি বাগান ও গবেষনাগার। ইতোমধ্যে তিনি এখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন, করলা, বরবটিসহ বিভিন্ন ধরনের শাক সবজি ও মাছের মিশ্র চাষ শুরু করেছেন। এতে সে সাফল্যও পেয়েছে। তিনি জানান ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার ভালোবাসা ছিল। আর এই ভালোবাসা থেকেই তিনি ২০২৫ সালে ২ লাখ টাকা পুঁজি নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেন ।

এই গবেষণাগারে ফসলের চাষের পাশাপাশি পুকুর খনন করেছেন য়েখানে তিনি মাছের চাষ করবেন বলে জানান। এছাড়া পুকুরের ওপর পল্ট্রি খাসার করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মাছের জন্য বাইরের কোন খাবার দিতে হবে না মুরগির বিষ্ঠা দিয়েই মাছের খাবারের জোগান হবে।

তার এই উদ্যোগ এলাকায় সারা ফেলেছে। তার এই প্রকল্প দেখতে নিজ এলাকা ছাড়া আশপাশের এলাকার মানুষ দেখতে আসে প্রতিদিনই বলে তিনি জানান। এখানে বেড়াতে আসা তাড়াশের বস্তুল এলাকার শিক্ষক কামরুল ইসলাম জানান, আব্দুল বারি ক্লাশ ফোর এর প্রকল্পে এসে আমাদের প্রাণ ভরে গেছে। এখানে তিনি যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা অবিভূত।

আব্দুল বারি জানান, ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছি। পরে কৃষির সঙ্গে জড়িয়ে পড়ি। তখন থেকেই আমার চিন্তা ছিল কীভাবে কৃষির উন্নয়ন করা যায়। আর এই চিন্তা থেকেই আমার গবেষণাগার নির্মাণ করেছি। এখানে আমার বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি মাছ চাষ ও পল্ট্রি ফার্ম করার পরিকল্পনা রয়েছে। গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে তিনি প্রতি বছর পৌষ মাসের বুধ, বৃহস্পতি ও শুক্রবার শিশুদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিনামূল্যে বিতরণ শুরু করেছেন। এখানে সবজি, মাছ, ফল, চারা উৎপাদন নিয়ে গবেষণা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, আমরা কৃষি বিভাগ থেকে আব্দুল বারির প্রকল্পটি পরিদর্শন করেছি। এটি একটি ভালো উদ্যোগ। আমি নিজে ছাড়াও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত তার প্রকল্প পরিদর্শন করে নানা পরামর্শ দিচ্ছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি