image

খন্ডিত বক্তব্য প্রচার করায় বিবিসির সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার

সংবাদ অনলাইন রিপোর্ট

বিবিসির একটি রিপোর্টের সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি তার ফেইসবুকে একটি স্ট্যাটাসে এই সমালোচনা করেন। বলেন, “কোনো সংবাদ বা বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করলে যে ধরনের সমস্যা তৈরি হতে পারে, এই ফটোকার্ডটি তার একটি বড় উদাহরণ। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ প্রসঙ্গে আইসিসির যে বক্তব্য আজ ক্রীড়া উপদেষ্টা উদ্ধৃত করেছেন, তা শতভাগ সঠিক। এটি আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের নিজস্ব মূল্যায়ন, যা তারা বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে সেটিই শেয়ার করেছেন।

তবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবি যে অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে আইসিসি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বিবিসি আমার বক্তব্যের একটি অংশ ব্যবহার করে এমনভাবে ফটোকার্ড তৈরি করেছে, যাতে মনে হতে পারে আমি ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেছি। বিষয়টি সত্যিই দুঃখজনক।”

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি