একদিনের ব্যবধানে সোমবার, (১২ জানুয়ারী ২০২৬) দেশের সার্বিক তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। রাজধানীর তাপমাত্রাও আজ (সোমবার) খানিকটা বেড়েছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।
সেই সঙ্গে আজ কমেছে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা। সোমবার দেশের ৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল রোববার এই সংখ্যা ছিল ১০।
গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল (আজ) বিশেষ করে চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী বৃহস্পতিবার থেকে দেশের সার্বিক তাপমাত্রা আবার কমা শুরু করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সার্বিকভাবে তাপমাত্রা সোমবারের চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। আজ তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
চট্টগ্রাম বিভাগে কেন তাপমাত্রা কমতে পারে এর কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে মেঘ জমা হয়েছিল। বরিশাল ও খুলনা বিভাগের এই মেঘ সন্দীপ হয়ে চট্টগ্রামে প্রবেশ করেছে। ফলে গতকাল রোববার রাতে চট্টগ্রামের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। গত বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১-১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১-৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
রাজধানীতে গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। এ দুইয়ের ব্যবধান বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে।