image
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে ট্রেন-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

সংবাদ অনলাইন রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা তিনজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত ১০ জন। সোমবার, (১২ জানুয়ারী ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলক্রসিংয়ের এই দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক উপজেলার ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগমের নিহতের কথা জানায় কালুখালী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান। কালুখালী উপজেলা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেইট ক্রসিং করার সময় ধাক্কা লেগে পিকআপটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে এক নারীসহ তিনজন নিহত হওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শী ও আহতরা। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় নারী নির্যাতনের অভিযোগ ঢাকতে অভিযুক্ত চিকিৎসকের রহস্যজনক বদলি

সম্প্রতি