মাদারীপুরের তাতীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় তিন ভ্যানযাত্রী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ স্থানীয়রা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাঙাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তাতীবাড়ী নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হয়। এ
ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর বিক্ষুদ্ধ স্থানীয়রা টায়ারে আগুন জ্বালিয়ে মহসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
অপরাধ ও দুর্নীতি: ঘটনাস্থল মানিকগঞ্জ: হাসপাতালে নারী ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক
অপরাধ ও দুর্নীতি: অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড