image

শেরপুরে গোয়াল ঘরের তালা কেটে পাঁচ গরু চুরি

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে আসাদুল হক (৩৮) নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে কোনো এক সময় উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের তোজাম্মেল হক তজুর ছেলে আসাদুল হকের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক আসাদুল হক বলেন, প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু তোলার পর তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা কেটে চোরেরা চারটি গাভী ও একটি ষাঁড় গরু নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি