image

সৈয়দপুর-সিরাজগঞ্জ-নবীগঞ্জে এলপিজি গ্যাস উধাও, দুর্ভোগ

সংবাদ ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর, সিরাজগঞ্জ ও হবিগঞ্জের নবীগঞ্জে এলপিজি গ্যাসের চরম সংকট বিরাজ করছে। গত দুই সপ্তাহ ধরে এসব এলাকায় এলপিজি সিলিন্ডারের অভাবে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তুষ্ট-দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় হাটবাজার এবং খুচরা দোকানগুলোতে গ্যাসের সংকট দেখা দেয়ায়, মানুষের দৈনন্দিন রান্নাবান্নার কাজও হুমকির মুখে পড়েছে।

সৈয়দপুর প্রতিনিধি জানান, গত চার দিন ধরে বাজার থেকে গ্যাস উধাও হয়ে গেছে। বাড়তি দামেও গ্যাস মিলছে না। ফলে গ্যাস না পাওয়ায় ভোক্তারা বিপাকে পড়েছেন। এক শ্রেণির ডিলার ও পরিবেশক ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ ভোক্তাদের। অভিযোগ উঠেছে স্থানীয় অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফা লুটছেন।

লতি সরকার জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। অথচ বাস্তবে সেই সিলিন্ডারই বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায়। চার দিন আগেও মহল্লার পান দোকান, মুদি দোকানে গ্যাসসিলিন্ডার সাজানো থাকলেও এখন সেই দৃশ্য উধাও। শহরের কয়েকটি দোকানে গোপনে গ্যাস বিক্রি হলেও দাম হাঁকা হচ্ছে দ্বিগুণের কাছাকাছি। বাধ্য হয়ে অনেক ভোক্তাই অতিরিক্ত দামে গ্যাস কিনছেন।

শহরের নতুন বাবু পাড়ার বাসিন্দা রিপন আহমদ জানান, বাজারে গ্যাস নেই। যে দুয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে, সেটার দাম এত বেশি হাঁকা হচ্ছে তা কেনা কঠিন।

সৈয়দপুর হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি সাধারণ সম্পাদক সখেন ঘোষ বলেন, গ্যাস সংকটের কারণে হোটেল-রেস্তোরাঁগুলো বড় সমস্যায় পড়েছে। বাড়তি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, তাও চাহিদামতো পাওয়া যাচ্ছে না। এতে আমাদের খরচ বেড়ে যাওয়ায় লাভ তেমন হচ্ছে না। স্থানীয় গ্যাস ডিলাররা জানান, বসুন্ধরা, যমুনা ও জেএমআই গ্যাসের সিলিন্ডার সরবরাহ করছে না। ওমেরা গ্যাস সীমিত পরিমাণে মিললেও চাহিদার তুলনায় খুবই কম। কোম্পানিগুলো গ্যাস সরবরাহ না করায় আমরা দোকানে গ্যাস দিতে পারছি না। সংকট সৃষ্টি হওয়ায় খুচরা বাজারে বাড়তি দামে গ্যাস বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। যেখানে অতিরিক্ত দাম নেয়া হবে, সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ জানান, সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকান সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে। যারাও বা কিছু গ্যাস সরবরাহ করছেন, তারা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, গ্যাসের জন্য হাহাকার করছেন মানুষ। সিলিন্ডার না পেয়ে অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। শহরের এক বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিন দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে? ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কোম্পানি থেকে সরবরাহ না থাকায় তারা গ্যাস বিক্রি করতে পারছেন না। তিনি আরও জানান কোম্পানি থেকে চাহিদার তুলনায় খুবই কম গ্যাস পাঠানো হচ্ছে।

দ্রুত এই সংকট নিরসন না হলে মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। সচেতন মহলের দাবি, প্রশাসন যেন দ্রুত বাজার তদারকি করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

নবীগঞ্জে গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলায় বর্তমানে এলপিজি গ্যাসের চরম সংকট বিরাজ করছে। হতাশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো, যাদের পক্ষে কাঠ ও অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করার সুযোগ নেই, তারা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। অভিযোগ রয়েছে যে, এলপিজি সিলিন্ডারের সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি করায়, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় এলপিজি গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এতে করে, গ্যাসের দামও আকাশছোঁয়া হয়ে উঠেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে, এই সংকটের ফলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। অনেক পরিবার একদিকে যেখানে গ্যাসের জন্য হাহাকার করছে, অন্যদিকে তাদের সামনে বাড়তি অর্থ খরচের বাধ্যবাধকতা আসছে।

এভাবে গ্যাসের সংকট এবং বাজারে বাড়তি দাম প্রবণতা সাধারণ মানুষের জন্য এক নতুন অভিশাপ হয়ে উঠেছে। এলাকাবাসী সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই সংকট সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলপিজি গ্যাস সংকটের পরিপ্রক্ষিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মুখোমুখি হচ্ছেন এক অজানা বিড়ম্বনার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি