কুমিল্লার হোমনায় দুই শতাধিক পরিবারের মাঝে প্রবাসী উদ্যোক্তার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, (১৩ জানুয়ারী ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ্ আলী (সিআইপি)’র বাসভবনে তার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সারুহ গাল্ফ গ্রুপ অব কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ্ আলী গত সপ্তাহে বাংলাদেশে এসে গ্রামের মানুষের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং অনেককে আর্থিক সাহায্য করেন।
পরে গ্রামের প্রবীণ ও নবীন সমাজসেবকদের সঙ্গে পরামর্শ করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করেন। এর আগেও তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা নগদ অর্থ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছেন। দেশে ও বিদেশে তিনি উদ্যোক্তা হিসেবে বেশ সুনাম অর্জন করেন এবং বিদেশের মাটি থেকে তার গ্রুপ অব কোম্পানিতে প্রায় দুই শতাধিক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এবং তার কোম্পানির উপার্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠিয়ে গত ২০২৫ সালে দেশের ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) খেতাব অর্জন করেন। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত