নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকাল ৩টায় চৌমুহনীর হাজিপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা মাঠে চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন দুলাল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আহসান উল্যাহ। উপজেলা যুবদল এর আহ্বায়ক মো. রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজু। চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত