image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

৪৭তম জেলা সফরে ঝালকাঠিতে মাহবুবুল ইসলাম পলাশ জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

সংবাদ অনলাইন রিপোর্ট

সিরাজগঞ্জের পরিবেশপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ নিজ অর্থায়নে দেশের ৬৪ জেলা ঘুরে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে গত ১২ জানুয়ারি রাতে তিনি ঝালকাঠিতে সফর করেন। এ সময় তিনি একটি বিপন্ন প্রজাতির ‘বৈলাম’ গাছ সঙ্গে নিয়ে আসেন।

রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে গাছটি রোপণ করা সম্ভব না হলেও পলাশ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বৈলাম গাছটি হস্তান্তর করেন। পরদিন গাছটি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের বাগানে রোপণ করা হয়।

মাহবুবুল ইসলাম পলাশ পেশায় একজন ব্যাংকার। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। ২০০০ সাল থেকে বৃক্ষরোপণ ও বাগান করার সঙ্গে যুক্ত এই বৃক্ষপ্রেমীর নিজস্ব বাগানবাড়িতে প্রায় চার হাজার বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

পলাশ জানান, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণ এবং বিপন্ন প্রজাতির বৃক্ষ টিকিয়ে রাখাই তার এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি ২০২৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজশাহী জেলা থেকে ৬৪ জেলায় বৃক্ষরোপণের প্রথম যাত্রা শুরু করেন। প্রথম বারের মতো ঝালকাঠি ছিল তার এই কর্মসূচির ৪৭তম জেলা। তিনি বলেন এই জেলাটা রাতেও কত সুন্দর না জানি দিনের আলো আরও কত সুন্দর লাগে। পরবর্তীতে আবার আসবেন বলে জানা। প্রতিটি জেলা সফরে তিনি একটি করে গাছ রোপণ করে থাকেন।

বৃক্ষরোপণ ও সংরক্ষণে অবদানের জন্য মাহবুবুল ইসলাম পলাশ দুবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। কৃষি ও অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ লাভ করেন। এছাড়া বৃক্ষ সংরক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে অবদানের জন্য ২০২২ সালে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে (ছ) শ্রেণিতে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এই দীর্ঘ ভ্রমণে পলাশের সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছেন রাতুল মুন্সী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি