চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস চালক মাহবুব আলমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল ওরফে শাহাজাহান (২৮), মো. আবদুল মান্নান (৪২), মো. জাহেদ (২৮), মো. সোহেল (২৮), নাছির উদ্দীন ওরফে মিন্টু (৩৬)।
উল্লেখ্য, গত রোববার ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুল আলম (৩৫) নামে এক মাইক্রোবাস চালক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত