আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা চাটখিল উপজেলা সভাকক্ষে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্দেশনা মূলক বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। এ সময় তিনি সমাজের বিভিন্ন স্তরের বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, সামাজিক সংগঠনের নেতারা এবং সমাজের বিভিন্ন স্তরে যারা নেতৃত্বে আছেন তাদের আগামী নির্বাচনে বিশেষ করে গণভোটের যৌক্তিকতা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান পাটওয়ারী, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সাংবাদিক আবু তৈয়ব, মাওলানা ওমর ফারুক প্রমুখ।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত