নোয়াখালীর বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যান্ডের কসমেটিক্সসহ বিভিন্ন নকলপণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌমুহনী বাজারের রেলস্টেশনের পাশে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানকালে মেরিকো প্যারাসুট এবং বেলিফুল নামক তেলের বোতলের নকল পণ্য বাজারজাত করছেন মর্মে আভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি), বেগমগঞ্জ ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ (১) ও ২৭ (১) ধারায় হাজী আবু তাহেরের ছেলে শহীদুল ইসলাম বাবরকে (৪৩) ৩০ হাজার টাকা এবং মেজবাউল হকের ছেলে মমিনুল হককে (৩৫) ৪০ হাজার টাকাসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২টি মামলায় ৭০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এ সময় বিএসটিআই নোয়াখালীর পরিদর্শক মো. নূরে আলম ফিরোজ, মেরিকো কোম্পানির প্রতিনিধি, চৌমুহনী ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বেগমগঞ্জ মডেল থানার এসআই আলা উদ্দিন সহ পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী শহরে বর্তমানে বিভিন্ন নামিদামি কোম্পানির নকল পণ্যে সয়লাব।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত