image
ছবিঃ সংগৃহীত

রৌমারী সীমান্তে গুলি করে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলির পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও ওই যুবককে ফেরত দেয়নি বিএসএফ। গত রোববার রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকট এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। মিস্টার আলী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী ও রতনপুর সীমান্তবর্তী এলাকার ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র রাতে অবৈধভাবে নো-ম্যান্স ল্যান্ডে প্রবেশ করে। ভারতের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে আড়কির (বাঁশ দিয়ে তৈরি পারাপারের বিশেষ যন্ত্র) মাধ্যমে অবৈধভাবে গরু, কাপড়, জিরাসহ মাদক পারাপার করছিলেন। এ সময় ভারতের আসাম প্রদেশের মানকাচর থানার জোতডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরন ঘটায়। এতে চোরাকারবারিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মিস্টার আলী নামের এক চোরাকারবারিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ক্যাম্পে নিয়ে ব্যাপক শারীরিক নির্যাতন করে বিএসএফ সদস্যরা।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ৪নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, ঘটনা সত্য। তিনি বলেন, রাতে কম্বল পারাপার করছিলেন একদল চোরাকারবারি। এ সময় তাদের লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়ে বিএসএফ এবং মিস্টার আলী নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যায়।

বিষয়টি জানতে মঙ্গলবার, (১৩ জানুয়ারী ২০২৬) সকালে বিজিবি-৩৫ ব্যাটালিয়নের জামালপুরের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমরা ওই যুবকের বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করছি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি