সীমান্ত নিরাপত্তা জোরদার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত রাজাপুর বিওপির আওতাধীন ৬নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি। সভায় তিনি ভারতের এসআইআর কার্যক্রমের প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে পুশ-ইনের সম্ভাবনার কথা উল্লেখ করে আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন।
এছাড়া অবৈধ অনুপ্রবেশ, শূন্য লাইনে যাতায়াত, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকায় নিরাপদ আচরণ বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। সভায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, রাজাপুর বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। বিজিবি সূত্রে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত