বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এক অভিযানে ৪ কেজি গাজাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গোপন খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে এনামুল হাওলাদার (৪০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এনামুল ওই গ্রামের সলেমান হাওলাদারের ছেলে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড হয়েছে। থানার ওসি মো. মাসুম খান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ৪ কেজি গাজাসহ এনামুল হাওলাদার নামের একজন মাদক বিক্রেতাকে আটক করে থানায় দিয়েছে।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত