নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার পলাতক আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
এর আগে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়ক এলাকা থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ (৫৫) এবং নিহত আবু বকর ছিদ্দিক (৬৬) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের মৃত ছেলামত উল্যার ছেলে। তারা দুজন আপন ভাই।
র্যাব ও এলাকা সুত্রে জানা যায়, নিহত বড় ভাই আবু বকর ছিদ্দিকের সঙ্গে ছোট ভাই হারুনুর রশিদের আগে থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে বসত বাড়ির সামনে জমিতে হাল চাষ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে আবু বকর ছিদ্দিকের দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সে সময় হারুনুর রশিদের সঙ্গে থাকা পরিবারের অন্যারাও তাকে লাথি ও কিলঘুষি দিয়ে বেদম প্রহার করে। এলাকাবাসী ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আবু বকর ছিদ্দিক মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার পর থেকে হারুনুর রশিদ পালিয়ে আত্মগোপনে চলে যায়। র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক থাকলে র্যাব একটি ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত হারুনুর রশিদকে ফেনী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হারুনুর রশিদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার পলাতক আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত