সীমান্তবর্তী টেকনাফ এলাকায় মায়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফা আফনানের অবস্থা সংকটাপন্ন।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি শিশুর মাথার ভেতরে গুরুত্বপূর্ণ অংশে অবস্থান করছে। প্রাথমিকভাবে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। সরাসরি অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তার মাথার একটি অংশ খুলে চিকিৎসা চালাচ্ছেন। তবে এখন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ওই অংশে সরাসরি অপারেশন বা অস্ত্রপচার করলে জীবনহানি বা স্থায়ী অক্ষমতার ঝুঁকি রয়েছে। তাই, উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা করা হচ্ছে।
অর্থ-বাণিজ্য: ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফায় রেকর্ড
সংস্কৃতি: মুঠোফোনের আমদানি শুল্ক ৬০ শতাংশ কমলো
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক