image
ছবিঃ সংগৃহীত

মাইজভাণ্ডারে ওরশ উপলক্ষে প্রশাসনিক সভা

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ইমামে আহলে সুন্নত, শাইখুল ইসলাম হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আল হাসানী ওয়াল হোসাইনীর (ক.) ৮৯তম খোশরোজ শরীফ আগামী ২৬ জানুয়ারি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। খোশরোজ শরীফ উপলক্ষে গতকাল সোমবার রাতে প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের শাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। মাওলানা মুহাম্মদ বাকের আনচারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম, নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন, মো. সৈয়দুল আলম শাহজাহান, কাজী শহিদ উল্লাহ, জসিম উদ্দিন ভূঁইয়া, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, এসকান্দর মিয়া প্রমুখ।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুর-সোনামুখী সড়কে আবারও ফিরল সিএনজি

সম্প্রতি