image

মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধুকে ধর্ষণ, দুই আনসার সদস্য কারাগারে

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আসামীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবীবুর রহমান ও সজীব চৌধুরীর আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি দেন’। জবানবন্দি শেষে আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ জানায়, যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে রোববার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ করে। পরে পুলিশ ঐদিন রাতেই হাসপাতালে গিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘মো. আবু সাঈদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন ধর্ষণের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনার পিছনে আরো কোন ঘটনা আছে কিনা তা তদন্তের জন্য এক পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীসহ ৪ জন কারাগারে

» শেরপুর-সোনামুখী সড়কে আবারও ফিরল সিএনজি

সম্প্রতি