গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে স্থানীয় সুধিজনের সঙ্গে একটি সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগত অতিথিদের স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। পরে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জেলা প্রশাসক তাছলিমা আক্তার সভার মূল বক্তব্যে সরকারের চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসাধারণ সচেতন করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। নির্বাচনী আইন-কানুন যথাযথভাবে অনুসরণ, ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক সব কর্মকর্তাকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তিতা করেন, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই খুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. সাইদুল ইসলাম সোহরাব, সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার, সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, নয়া দিগন্ত প্রতিনিধি মো. কামাল হোসেন খান, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, আমার দেশ প্রতিনিধি মো. মিজানুর রহমান ডব্লিউ, কালোবেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান কোয়েল সিকদার।
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের অভিযোগে একজন গ্রেপ্তার