বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋনী করে গেছেন। তিনি গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন। তিনি নারী শিক্ষা,কর্মসংস্থানসহ নারীকে স্বাবলম্বী করার জন্য কাজ করে গেছেন।বিগত ফ্যাসিস্ট সরকার তার ওপর অমানুষিক নির্যাতন করেছে।ম্যাডাম খালেদা জিয়া কখনো কারো সাথে খারাপ আচরন করেননি। প্রায় ৩৫ বছরের রাজনৈতিক জীবনে আমার তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমি তার জীবন্ত সাক্ষী। তিনি নিজেই একটা ইতিহাস। পটুয়াখালীর দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেল ৪ টায় পবিপ্রবি’র মেইনগেট সংলগ্ন উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদ্বয় মাকসুদ আহমেদ বাইজিদ পান্না ও এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম ,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা,সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু প্রমুখ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান ফারুক, মোঃ মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন,জসিম উদ্দিন, হাবিবুর রহমান,সহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক জাহিদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। দোয়া মোনাজাতেবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইরান
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের অভিযোগে একজন গ্রেপ্তার