image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

‘পজেটিভ পরিবর্তন চাইলে হ্যাঁ, না চাইলে না ভোট দিবেন’

প্রতিনিধি, মানিকগঞ্জ

পজেটিভ পরিবর্তন চাইলে হ্যাঁ, না চাইলে না ভোট দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধুকরণ বিষয়ে অবহিতকরণ সভায় মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়টি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।

তিনি আরও বলেন জাতীয় নির্বাচনের দিন হ্যাঁ-না ভোট সম্পর্কে আমরা প্রথমে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের নিয়ে সভা-সেমিনার করছি। এছাড়া বিভিন্ন উপজেলায় অবহিতকরণ সভা করছি। আশা করি নির্বাচনের আগেই সাধারণ মানুষ হ্যাঁ-না ভোট সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। নির্বাচনের দিন প্রায় সকল ভোটার একই সঙ্গে নেতা নির্বাচন ও দেশ বির্নিমাণে হ্যাঁ-না ভোট দিবেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপপরিচালক মো. খালেদুল করিম।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি