image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিনিধি, দুর্গাপর (নেত্রকোনা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোণা-১ আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তরপ্রধান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যক্তি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গতকাল দুপুরে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইউএনও আফরোজা আফসানার সভাপতিত্বে সহাকরী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে এলাকা সুন্দর থাকবে। কেউ যদি অতীতের মত নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেন, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগের রাতেই ভোটের প্রস্ততি শেষ করার মত পরিস্থিতি তৈরি হবে না এবং ব্যালটের গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষা করা হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি