image
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :পুশিলে বিশেষ টিমের মহড়া -সংবাদ

মহাসড়কে ডাকাতি রোধে সোনারগাঁ পুলিশের বিশেষ টিম

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে বিশেষ টিম নিয়ে মাঠে নেমেছে নারাণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ। মহাসড়কে চলাচলরত যাত্রীবাহনে অব্যাহত ডাকাতি রোধ করতে বিশেষ টিমের সদস্য নিয়ে প্রতিদিন সড়ক মহাসড়কে মহড়া চালানো শুরু করেছে তারা।

ডাকাতদের কবলে পড়া ভূক্তভোগী, স্থানীয় ও থানা সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন কাঁচপুর থেকে মেঘনা সেতু টোল প্লাজা (বিশেষ করে সাদীপুর থেকে আষাঢ়ীয়ারচর ব্রিজ) পর্যন্ত বিভিন্ন যাত্রী ও পণ্যবাহী পরিবহনে ডাকাতি করে আসছে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকটি গ্রুপ। প্রায় প্রতিদিন রাতের বিভিন্ন সময় এমনকি ভোর সকালেও যানবাহনে হানা দেয় ডাকাত দল। মাঝেমধ্যে এক রাতেই একাধিক ডাকাতির ঘটনাও ঘটে। ডাকাতদের কয়েকটি গ্রুপ মহাসড়কের বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে নানান কৌশলে মহাসড়কে যানবাহন থামিয়ে হামলা করে। আবার কখনো কোনো কারণে যানজটের সৃস্টি হলে তখনই হামলা চালায় ডাকাতদল। যানবাহনগুলোর মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাস বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীদের গাড়ীগুলো টার্গেট করে মহাসড়কে নামে তারা। ডাকাতদের প্রতিটি গ্রুপের সদস্যদের বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের সবার হাতে থাকে দেশীয় ছোট বড় ধারালো অস্ত্র। দু’একটি গ্রুপে আগ্নেয়াস্ত্রও থাকে। আবার মোটরসাইকেলযোগেও ডাকাতি করে একাধীক গ্রুপ। মহাসড়কের এই অংশে ডাকাতদের কবলে পড়ে স্বর্ণালংকার, দেশি-বিদেশি টাকা, পাসপোর্ট মোবাইলসহ মালামাল হারিয়ে নিঃস্ব হওয়ার পাশাপাশি ডাকাতদের ছুড়িকাঘাতে প্রাণও হারিয়েছেন কয়েকজন। স্থানীয়রা আরো জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটছে।

মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও গ্রাম এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। মহাসড়কের উভয় পাশে পায়ে হাটা ও বাহন চলাচলের অভ্যন্তরীণ অগনিত সড়ক ব্যবহার করে মহাসড়কে উঠে ডাকাতদল। ডাকাতি শেষে ফের ঐসমস্ত রাস্তা ব্যবহার করে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে গিয়ে মালামাল ভাগ করে তারা। মালামাল ভাগ করা নিয়েও মাঝে মাঝে ডাকাতদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। থানা পুলিশও ডাকাতি রোধে হিমশিম খাচ্ছিল। এদিকে সোনারগাঁ থানার ওসিকে আলোচক করে অতিসম্প্রতি ‘চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মাদকসহ অপরাধ রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা করে সামাজিক সাংষ্কৃতিক সংগঠন ‘জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ’। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জৈনপুর এলাকায় এই সভা শেষে অপরাধ প্রতিরোধে একটি টিম গঠণ করা হয়। সেই টিম নিয়ে গত ৮ জানুয়ারী থেকে থানা পুলিশ মহাসড়কে ডাকাতি রোধে পাহাড়া বসায়।

পরবর্তিতে ‘জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘর সাথে আনসার ভিডিপির সদস্য যোগ করে একাধীক টিম করে মহাসড়কের পাহাড়া আরো জোরদার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লা জানান, তিনি মাত্র মাসখানেক আগে এই থানায় এসেছেন। মহাসড়কে ডাকাতি রোধে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘর সদস্য ও আনসার ভিডিপির সদস্য নিয়ে বিশেষ টিম গঠন করে পাহাড়া দেয়া হচ্ছে। এই বিশেষ টিম নিয়ে কাজ শুরুর পর থেকে মহাসড়কের সোনারগাঁ থানা এলাকায় ডাকাতি রোধ করা সম্ভব হচ্ছে। এখন মহাসড়কের সোনারগাঁ দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পারছে মানুষ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি